২৩, ডিসেম্বর ১৯৮০ খ্রিস্টাব্দে নীলফামারি জেলার জলঢাকা উপজেলাধীন খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা ফজল হাজী পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন, পিতা মৃত: তায়েজ উদ্দিন, মাতাঃ মোছাঃ লিলি বেগম।
তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তিনি খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন, অতঃপর জলঢাকা উপজেলাধীন আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ হতে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে তিনি জলঢাকা মডেল দ্বি-মুখী পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ ইং সালে এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে স্টার মার্কসহ প্রথম বিভাগে এবং জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় হতে ১৯৯৭ ইং সালে বিজ্ঞান শাখায় প্রথমবিভাগে উত্তীর্ণ হন।
তিনি ১৯৯৭/৯৮ ইং শিক্ষাবর্ষে কারমাইকেল কলেজ রংপুরে উদ্ভিদ বিদ্যা বিভাগে ভর্তি হয়ে ২০০০ ইং সালে দ্বিতীয় শ্রেণীতে বিএসসি ( অনার্স) এবং ২০০১ইং সালে মাইক্রোবায়োলোজিতে এম এসসি দ্বিতীয় শ্রেণী ডিগ্রি অর্জন করেন।
তিনি ২৭, ডিসেম্বর ২০০৪ ইং সালে নিজ জেলার ডিমলা উপজেলাধীন শহীদ জিয়াউর রহমান কলেজে জীববিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি জেষ্ঠ্য প্রভাষক হিসেবে ষষ্ঠ গ্রেডে কর্মরত রয়েছেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। ছেলে মোঃ আবরার আজমাঈন মাধ্যমিকে পড়ালেখা করছেন এবং সহধর্মীনি মিসেস সাকিয়া কাওসার বর্তমানে নিজ জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত । তিনি বিভিন্ন অনলাইন গ্রুপে সুনামের সহিত নিয়মিত লেখালেখি করছেন। তিনি ছোট গল্প, কবিতা, ছড়া এসব লিখে থাকেন। দেশেপ্রেম, মানবতা, সামাজিক অসংগতি, প্রেম, বিরহ এসব তার লেখার মূল উপজীব্য বিষয় ।
তাঁর বহুল প্রচারিত দুটি যৌথকাব্য গ্রন্থের মধ্য রক্তে আঁকা ছবি এবং কাব্যে ফুলের সুবাস বেশ সুনাম কুড়িয়েছে।