রক্তের দামে কেনা একুশ,
সন্তান হারানো মায়ের একুশ,
বাঙ্গালি জাতির গর্বের একুশ,
সারা বিশ্বে মর্যাদার একুশ।
মননে তুমি মগজে তুমি,
শিরা উপশিরা রক্তে তুমি,
শিশুর বোল ফোটাতে তুমি,
মনের কথা বলতে তুমি।
আবেগ অনুভুতির ভাষা তুমি।
একুশ, এখন তুমি শুধুই কয়েকটি
নিরর্থক বর্ণের একটি নাম।
অনুভুতিহীন নীরস একটি দিন।
একুশ, তুমি এখন বই মেলা আর
সেলফি তোলার দিন।
একুশ, তুমি এখন লোক দেখানো
দেশ প্রেমের দিন।
একুশ, তুমি অনুভুতিহীন অন্ধ
বধির একটি দিন।
তাইতো তুমি বেঁচে গেছ আজ,
বুঝতে যদি তুমি,
লজ্জা গ্লানি আত্ম অপমানে
মরেই যেতে বুঝি ।
তোমার বেদীতে জুতা পায়ে উঠে,
অসভ্য জানোয়ারের দল।
তোমার স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে,
উল্লাসে মাতে বর্বর সকল।
মায়ের ভাষাও বিকৃতি করেছে,
ভন্ড শিক্ষিত জনবল।
অফিস আদালত পাঠ্যক্রমে,
যেখানেই দেখ তুমি,
বানান আর ভাষায় যেন,
ভুলের ছড়াছড়ি।
ইতিহাস বোঝে না ইতিহাস পড়েনা,
রাজনীতিতে সেরা,
শহীদ দিবসে লক্ষ মানুষ মরেছে,
বলে সব উজবুকেরা।
একুশ, তুমি বেঁচে গেছ আজ,
দেখনা বলে তুমি।
দেখলে বুঝলে জানি আজ,
একুশ, মরেই যেতে তুমি।।
Page No 1