writerfair

কাঁদবে বাংলাদেশ

Bangladesh will cry

Ziaur Rahman linkon

সময়ের হাত ধরে ফিরে এসেছে,

বুকের রক্ত ঝরানোর সেই দিন,

এসেছে মাতৃভাষা আদায়ের দিন,

মহান একুশে ফেব্রুয়ারি।

 

আবার শহিদ মিনারের পাদদেশে আসবে,

দেশপ্রেমের ভন্ড লেবাসধারীরা নেতা,

আয়রন করা সাদা পাঞ্জাবির

ভাজের উপর পড়বে কালো মুজিবকোট।

দেশ প্রেমের শপথবাক্য পাঠ করাবে তারা,

ন্যায়ের কথা নীতির কথা মুজিবের কথা বলে,

গর্জে উঠবে তাদের কণ্ঠস্বর ।

হাজারো করতালিতে মুখরিত হবে চারদিক।

ধন্য হবে নেতা মোদের।

 

আবার সেই ভন্ডদের, শকুনীর মতো

তীক্ষ্ণ নখের আঁচড়ে রক্তাক্ত

হবে আমার সোনার বাংলা।

 

দূর্নীতিতে দূর্নীতিতে ছেঁয়ে যাবে সব।

প্রশ্নপত্র ফাঁস করে জাতিকে

করা হবে অসার মেধাশূণ্য।

টাকার বিনিময়ে চাকুরী,

অফিসে অফিসে ঘুষের রাজত্ব,

রাজনীতি হবে ব্যবসার কেন্দ্র।

প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য

রচিত হবে নীল নঁকশা।

 

আন্দোলনের নাম ধ্বংস হবে রাস্তাঘাট,

পেট্রোল বোমা মেরে পুড়িয়ে 

হত্যা করা হবে মানুষ।

কেউ গনতন্ত্র পুনরুদ্ধারের নামে

রাজপথ কাঁপাবে। 

আবার কেউ রক্ষার নামে গলা ফাটাবে।

গনতন্ত্রের খেলায় বিপর্যস্ত মানুষ।

 

বছর শেষে আসবে আবার মহান একুশ,

কাঁদবে শহিদ কাঁদবে বাংলাদেশ।

Page No 1