অন্ধকার সে নয়তো বিষাদ,
আনবে মুক্তির আলো!
রাতের শেষে যেমনি করে,
দুর হয় সব কালো!
ওরে তরুণ ভয় পাস না,
মুষড়ে যাস না কেউ!
অল্পদিনেই কাটবে আঁধার,
আসবে সুখের ঢেউ !
রাতের শিয়াল বাঁজপাখীসব,
গোখরা আছে যতো!
আলো দেখে পালাবে তারা
ইঁদুর চিকার মতো !
জয়ের ঝান্ডা হবে তোদের
রক্ত রাঙ্গা পথে!
রক্ত বিনে স্বাধীনতা,
কেমন করে আসে ?
ওরে তরুণ!
ওরে যুবা!
ওরে অসহায়ের দল!
অতীত খুঁজে দেখলে জানি
পাবি বুকে বল !
সব যুলুমবাজ ধ্বংস হয়েছে
টিকেনি চিরকাল!
দেখবি তোরা আঁধার কেটে,
আসবে আলোর সকাল !
Page No 1