writerfair

দুর হবে সব কালো

all darkness will vanish

Ziaur Rahman linkon

অন্ধকার সে নয়তো বিষাদ,

আনবে মুক্তির আলো!

রাতের শেষে যেমনি করে,

দুর হয় সব কালো!

 

ওরে তরুণ ভয় পাস না,

মুষড়ে  যাস না কেউ!

অল্পদিনেই কাটবে আঁধার,

আসবে সুখের ঢেউ !

 

রাতের শিয়াল বাঁজপাখীসব,

গোখরা আছে যতো! 

আলো দেখে পালাবে তারা

ইঁদুর চিকার মতো !

 

জয়ের ঝান্ডা হবে তোদের

রক্ত রাঙ্গা পথে!

রক্ত বিনে স্বাধীনতা, 

কেমন করে আসে ?

 

ওরে তরুণ!

ওরে যুবা!

ওরে অসহায়ের দল!

অতীত খুঁজে দেখলে জানি

পাবি বুকে বল !

 

সব যুলুমবাজ ধ্বংস হয়েছে

টিকেনি চিরকাল!

দেখবি তোরা আঁধার কেটে,

আসবে আলোর সকাল !

Page No 1