writerfair

আচ্ছা মনে করো !

Well, think!

Ziaur Rahman linkon

আচ্ছা ধরো!  তুমি গাড়িতে,

স্টিয়ারিং তোমার হাতে,

একশত কিংবা তারও বেশি বেগে

তুমি গাড়ি হাঁকিয়ে যাচ্ছো

বিটুমিনে রাঙ্গানো প্রশস্ত হাইওয়ে ধরে,

হঠাৎ সামনে দেখলে 

হাইওয়ের ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে, 

হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে,

কি করবে তখন? 

প্রচন্ড চাপে ব্রেক কষবে,

দরজা খুলে বেড়িয়ে আসবে

আমার প্রেম ভালোবাসায় ভড়িয়ে নিতে! 

নাকি বুকের উপর দিয়ে মাড়িয়ে যাবে তুমি,

আমায় রক্তাক্ত করে!

 

আচ্ছা ধরো!  এই শীতের মাঝে

শেষ বিকেলে ঝিরঝিরে ঠান্ডা বৃষ্টি ঝরছে,

করিডোরে দাঁড়িয়ে তুমি

ঠোঁট ভেজাচ্ছো গরম কফিতে,

হঠাৎ দেখলে রাস্তার পাশ থেকে

হাত তুলে ডাকছি! 

তুমি আসবে আমার কাছে,

শীতের বৃষ্টি উপেক্ষা করে,

আমায় ভালোবাসায় ভড়িয়ে দিতে!

 

কিংবা ধরো

জ্যোৎস্নাময়ী গভীর রাত,

কিছুতেই ঘুম আসছে না তোমার!

এপাশ-ওপাশ করে দরজা খুলে,

বেড়িয়ে এলে বারান্দায়,

দেখলে সদর দরজায় দাঁড়িয়ে আছি আমি,

তোমায় নিয়ে নদীর ঘাটে

জ্যোৎস্না স্নানে মাতবো বলে!

তুমি কি আমার হাত ধরে,

আসবে চলে!

 

কিংবা ধরো,,

শহরের ব্যস্ত সরক পার হতে গিয়ে

থমকে গেলে তুমি!

যদি হাত বাড়িয়ে দেই তোমার পানে,

আমার হাত ধরে পার হবে কি!

 

কিংবা ধরো!

আমার অভাববোধ করছো !

চারদিকে খুঁজে খুঁজে হয়রান তুমি!

আমি হারিয়ে গেছি

আকাশের ওপ্রান্তে!

কি করবে তখন ?

 

দীর্ঘশ্বাস ছাড়বে

নাকি এক ফোটা চোখের জল ফেলবে

চিবুক বেয়ে তুমি!

Page No 1