বৃষ্টি এলো মাঝ রাতে,
কাঁপল মনের মাঝে,
হু হু করে বইছে বাতাস,
মৃত্যুবাণী নিয়ে।।
মেঘ গর্জে গুড়ুমগুম
বিদ্যুৎ চমক দিয়ে,
কত যে পাপ করেছি,
আজ সবই পড়ে মনে।।
নামাজ ছিল না,
রোজা ছিল না,
ছিল না কোরআন পড়া,
অবহেলায় কেটেছে আমার,
কেটেছে সারাবেলা।।
চোখ বুজলে অন্ধকারে,
দেখি কবরখানা,
পুণ্য ছাড়া সেথায় গেলে,
কিছুই হবে না।
আমায় তুমি মাফ করে দাও,
ওগো দয়াময়,
তোমার দয়া ছাড়া আর,
কিছুই চাওয়ার নয়।
তুমি রহিম তুমি করিম,
তুমি অন্তর্যামী,
তোমার পথে কবুল কর,
আমার জীবনখানি।।
Page No 1