writerfair

তবুও আমায় ফিরতে হবে

But I must return

Ziaur Rahman linkon

আমার নিরাপত্তা কোথায় !

কোথায় আমার পরিবারের নিরাপত্তা !

আমার কলমের স্বাধীনতা কোথায় !

কোথায় আমার বাক অধিকার !

 

লিখতে গেলে আমার হাত কাঁপে !

ভাবতে গেলে - দুঃচিন্তা বুকের ভেতর কুঁকড়ে মরে !

 

প্রচন্ড লিখতে ইচ্ছে করে !

ইচ্ছে করে প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেই দিকেদিকে,

ছড়িয়ে দেই প্রতিটি মানুষের চেতনার কেন্দ্রভূমিতে !

 

ইচ্ছে করে আকাশ- বাতাস প্রকম্পিত করি !

কালবৈশাখির তান্ডবে ধ্বংস করি জালিমের সিংহাসন !

জ্বালিয়ে পুঁড়িয়ে খাঁটি সোনায় পরিনত করি

আমার সোনার বাংলা।

 

পারিনা আমি ! 

আমি কাপুরুষ !

আমি মেরুদন্ডহীন এক জরাগ্রস্থ কীট!

আমার আত্মসম্মান নেই !

আমার নৈতিকতা নেই !

নেই মুষ্টিবদ্ধ করার সৎ সাহস।

 

আমার বিবেকের দ্বার রুদ্ধ আজি

অজানা শঙ্কায় !

তবুও আমায় ফিরতে হবে - 

এটাই হোক প্রত্যয় !

Page No 1