নব প্রভাতের সোনালি সূর্যটা যখন দেখি
মনে হয় এ বুঝি তোমারই প্রতিচ্ছবি!
সবুজঘাসে যখন বিন্দু বিন্দু জমানো
মুক্তোদানার মতো জলকণা দেখি,
মনে হয় এ বুঝি তোমারই প্রতিচ্ছবি!
শিমুলফুলের লাল টকটকে রঙ যখন দেখি
মনে বলে এ বুঝি তোমারই প্রতিচ্ছবি!
আবার যখন কৃষ্ণচূড়া দেখি
তখন মনে হয় এ তো তোমারই প্রতিচ্ছবি!
বসন্তদিনে চারদিকে দেখি রঙের সমাহার
সেখানেও খুঁজি আমি তোমার প্রতিচ্ছবি!
পাহাড়ি ঝর্ণাধারা স্বচ্ছতায় দেখি আমি
তোমার প্রতিচ্ছবি!
মধুপূর্ণিমার মাঝ রাতে যখন চাঁদটা,
নিজেকে মেলে ধরে শুভ্র আলোকে জানো
সেখানেও তোমার প্রতিচ্ছবি দেখতে পাই!
অরুন্ধতী তোমায় দেখিনি,
শুনিনি কণ্ঠবিণা তোমার!
কিন্তু তোমায় এঁকেছি আমি
কল্পলোকের ক্যানভাসে,
তোমায় শুনেছি আমি পাখীর কণ্ঠে,
নূপুরের ছন্দে পদচিহ্ন দেখেছি তোমার!
তোমার সুবাস পেয়েছি আমি
বাতাসের গন্ধে,,
Page No 1