এটাই নাকি জীবন!
এটাই নাকি আমাদের বেঁচে থাকা!
আচ্ছা! একেই কি বেঁচে থাকা বলে?
নাকি এটা বেঁচে থাকার,
কৃত্রিম এক বীভৎস বীভৎস খেলা!
একদিকে ইট পাথরের অট্টালিকা!
উন্নয়নের জোয়ার!
নিত্যকাল মাথাপিছু আয়ও বেড়ে যায় তাদের!
বিলাসিতা আর বিলাসিতার চাদরে আবৃত
চকচকে তাদের জীবন !
খাদ্যের অপচয় তাদের নিত্যদিন!
ওরাই বুঝি দেশের জনগন!
আর অন্যদিকে -
ভয়ঙ্কর অথচ শব্দহীন এক মহা দুর্ভিক্ষে কাতর,
মানুষের আদলে কিছু প্রাণ!
অভুক্ত আধাপেটে জ্বলে ক্ষিধের আগুন
খাদ্যের আকাঙ্খা সেখানে আকাশচুম্বী!
মাংসের দোকানে সন্তানের লোলুপ দৃষ্টি,
বাবার শুকনো চোখ!
জলহীন নির্বাক!
বাজারে আগুন,
লাগামহীন ঘোড়ায় চেপে বসেছে নিত্যপণ্য!
জীবনযাত্রার মান কমে যাচ্ছে দিনকে দিন,
যেমন করে ভরা নদী পরিণত হয় শুষ্ক গাঙ্গে!
শম্বুকগতিতে চলছে জীবন নামক যন্ত্র!
তবে কি এটাই জীবন?
এটাই কি বেঁচে থাকা?
ভরা জোয়ারের বুকে চলছে যেনো আজ
ভাটার এক নির্মম খেলা!
Page No 1