writerfair

জাগো হে !

Wake up!

Ziaur Rahman linkon

উত্তাল  তরঙ্গগিণী !

ফুলেফেপে উঠে জলরাশি! 

বাতাসে  ভয়ঙ্করি নৃত্য!

 

ডুবু ডুবু নাও!

নাবিকের বুকে বাড়ে হৃৎস্পন্দন!

মৃত্যুভয়ে প্রকম্পিত জীবন !

 

কালো মেঘে ছেঁয়ে গেছে -

নীল আকাশ!

আলো নেই!

আলো নেই!

নেই এতটুকু বেঁচে থাকার শ্বাস!

 

বুভুক্ষু গাঙ্গচিল!

বুভুক্ষু শাবক পেঙ্গুইন!

শকুনের শ্যেনদৃষ্টি!

 

হতাশায় মরে সব! 

ফিকে হয় জীবনের রং!

 

কে আনিবে আলো?

কে রুখিবে আজি - 

আছে যতো আঁধার!

আছে যতো বাঁধা!

ভাঙ্গিবে যতো  শৃঙ্খল!

 

জাগো তরুণ!

জাগো প্রবীণ!

ভাংগো ঘুমের বেড়া!

মুঠো মুঠো আলো আনো-

বাঁচুক ভবিতব্যরা!

Page No 1