writerfair

এদেশ সবার !

This country is for everyone

Ziaur Rahman linkon

এই মাটির গন্ধ লেগে আছে 

তোর গায় ! 

এই মাটির গন্ধ লেগে আছে

আমারও আত্মায় !

 

এদেশে যেমন 

নাড়ি পোতা আছে তোর ! 

আমারও যে বাপ-দাদার 

এখানেই আছে গোর্ !

 

তোর ধর্ম যাই হোক,

আমার ধর্ম হোক অন্য,

তবুও মোরা যে এক মাটির সন্তান,

তুই আর আমি নয়তো কোন ভিন্ন !

 

তুইও আমার ভাই,

আমিও যে ভাই তোর !

মিছেমিছি তবে কেনো ব্যবধান,

কেনো তবে ভাঙে সম্পর্কের পাঁজর !

 

সাম্প্রদায়িক নইতো মোরা,

অসাম্প্রদায়িক দেশ,

সুখে দুঃখে থাকবো পাশে,

এটাতো বন্ধু বেশ !

 

ধর্মের আবরণে ধর্মেরই অপমান,

নয়তো ধর্মীয় শিক্ষা,

মানবতাই যদি না থাকে মোদের

কিসের তবে সে দীক্ষা !

 

তোর ধর্ম তোর কাছে ভাই,

আমার ধর্ম আমার,

তবুও মোরা যে এক জাতি আজ

বাঙালী আপামর !

 

দেশের স্বার্থে একসাথে রবো মোরা,

করবো না দেশের অপমান,

স্বাধীনতার মানে রাখতে অক্ষুণ্ণ,

দিতে হয় যদি,

আবারও একসাথেই দিবো প্রাণ !

Page No 1