writerfair

পড়ন্তবেলায়

The falling day

Ziaur Rahman linkon

পশ্চিমদিগন্তে হেলে পড়া লাল সূর্যটা 

যেমন করে দিগন্তপারে ডুবতে শুরু করে, 

তেমনি বয়স যখন তোমায় আমায়

অবসর দিবে জীবন থেকে, 

পড়ন্তবেলায় যখন একাকীত্বে

ডুবে যাবে সময়গুলো,

তুমি আর কালক্ষেপন করো না।

 

সবুজ গ্রামে ফিরে এসো,

দ্বিতল ভবনের দক্ষিণ করিডোরে,

বসে অপেক্ষায় থেকো তুমি,

হাতে থাকবে তোমার

ধোঁয়া উঠা এক কাপ কফি,

দৃষ্টি থাকবে শূন্য আকাশে;

উড়ন্ত পাখির ডানায় ডানা, 

রঙিন মেঘের খেলা দেখে 

দীর্ঘঃশ্বাস ফেলো না তুমি।

 

অনুভব করবে শুধু, 

আমি ফিরবো তোমার কাছে, 

হয়তো প্রতিদিন নয়,

কিংবা সপ্তাহান্তে।

দেখে নিও ফিরবো আমি 

নব সূর্যদয়ের মতো, 

তোমায় দেখতে প্রতিমাসে।

নিঃসঙ্গ তোমার মনে 

কালো মেঘের ফাঁকে দেখা দিবো 

এক টুকরো আলো হয়ে।

 

প্রিয়তমা, লাঠিতে ভর করে 

কাঁপাকাঁপা পায়ে তোমার হাত ধরে 

হেঁটে যাবো নদী পাড়ে,

হাজারো ঢেউ শুভ্র ফণাতুলে

চুমিবে তোমার পায়ে,

কাশফুলের গন্ধ 

শীতল বাতাসে ভর করে

মাখিয়ে দিবে তোমায় আমায়।

 

শেষ বিকেলে ছোট্ট একটা ডিঙা নিয়ে

পাড়ি দিবো মাঝ নদীতে,

পানির ছলাৎছলাৎ শব্দে 

নেচে উঠবে মন,

জেলেদের অতি সন্তর্পণে 

মাছ শিকার,

গাঙচিলের ঠোঁটে,

জীবন্ত মাছের ছটফটানি, 

নদীর জলে ডুবে যাওয়া 

লাল সূর্যের হাতছানি,

নবযৌবনে মেতে উঠবো তুমি আমি।

 

প্রিয়তমা তুমি গ্রামে ফিরে এসো

জীবন যখন অবসর দিবে 

তোমায় আমায়,

দেরী করো না যেনো আর ।

Page No 1