আশায় ছিলাম, নতুন বোধদয় হবে,
জাতি জেগে উঠবে তার স্ব-মহীমায়,
নৈতিকতার সূর্যালোকে আলোকিত হবে
আমার " সোনার বাংলাদেশ"।
কিন্তু কেমন করে? যেখানে ধর্ষনের মহোৎসব!
জামিনে মুক্ত ধর্ষক আবার মাতে ধর্ষনে,
তারাবিহ'র মোনাজাত শেষে পিতার কানে
কন্যা ধর্ষনের খবর,
ভাই অপেক্ষায় নির্যাতিতা বোনের লাশ গ্রহনে,
মুক্ত চেতনার আঁড়ালে যখন মানবতা গুমড়ে মরে,
তখন কেমন করে আবার আশার সূর্যাদয় হবে?
দূষিত রক্ত ঢুকে গেছে জাতির ধমনি শিরায়!
তার মস্তিস্কে খেলা করে শয়তানের প্রেতাত্মা!
হৃৎপিন্ডে চলে পিশাচদের হুঙ্কার!
মানবতা পালিয়ে গেছে অসূরের তান্ডবে!
শকুনীর নখদর্পণে ছিন্নভিন্ন পবিত্র আইন!
তবে কেমন করে আবার জাগ্রত হবে মানবাত্মা?
চিৎকার করে বলতে ইচ্ছে করে,
জারজে পরিনত হচ্ছে কি এ জাতি?
নর্দমার কীটের চেয়েও কি নিকৃষ্ট হচ্ছি মোরা?
আর কি কোন আশা নেই?
নেই কি কোন নতুন করে আর
উজ্জ্বীবিত হওয়ার পথ ।
Page No 1