writerfair

গাই বিজয়ের গান

Song of victory

Ziaur Rahman linkon

রক্ত দিয়েই স্বাধীনতা!
রক্ত ছাড়া নয়! 
রক্ত দিয়েই জুলুম শেষ
জালিমের হয়েছে ক্ষয়!

রক্ত দিয়েছি!
দিয়েছি সম্ভ্রম!
করেছি অঙ্গ দান!
মোরা স্বাধীনতা-
আগলাতে জানি, 
রাখিতে জানি এর মান!

দেশের মানুষ আজ একতাবদ্ধ-
ধর্ম নয়তো বাঁধা!
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান
বাঙালী জাতিরই এক ধারা!

এদেশ আমার!
এদেশ তোমার!
এদেশ সবার প্রাণ!
এসো দেশের তরে 
গাই মোরা সব,
গাই বিজয়ের গান!
 

Page No 1