writerfair

আমৃত্যু ঘুম!

Sleep forever!

Ziaur Rahman linkon

এ ঘুম ভাঙ্গার নয়! 

নয় জাগ্রত হওয়ার! 

এ যেনো আফিম মেশানো ঘুম! 

 

মৌচাকের রন্ধ্রে আজ পুষ্পরস নেই, 

বিষাক্ত সায়ানাইড বিষে ভরে আছে সব! 

 

শতফুল পিষ্ট হোক! 

হোক হাজারও ফুলের নাশ! 

ফুলের রক্তলাল নির্যাসে- 

রঞ্জিত হোক সকল কালোপিচ! 

 

কালো ধোঁয়ায় ঢেকে যাক - 

নীল আকাশ! - 

শুভ্রমেঘ! 

 

পাখীরা গাইতে ভুলে যাক! 

ভুলে যাক মুক্তকন্ঠে শীষ দেয়া! 

 

রাজহংস ভুলে যাক - 

স্বচ্ছজলে সাঁতার কাটা! 

কৃষ্ণগহব্বরে হারিয়ে যাক - 

সবুজের অস্তিত্ব! 

 

তবুও এ ঘুম ভাঙ্গার নয়! 

জাগ্রত হওয়ার নয়! 

এ যেনো অসুস্থ আত্মার আমৃত্যু ঘুম!

Page No 1