writerfair

নারী দিবসে

on women's day

Ziaur Rahman linkon

নারী দিবস আজ,
কি নিয়ে লিখবো তোমায়?
কিভাবে জানাবো শুভ কামনা তোমায়?

তুমি কখনও মা, কখনও বোন,
কখনও কন্যা তুমি, কখনও বা প্রেয়সী। 
তবুও  দিতে পারি নি তোমায়, 
তোমার যোগ্য সম্মান ।

হয়তো যখন আমি লিখছি  
তখনও হয়তো আমারই মতো কোন পুরুষ,
ভালোবাসার মিথ্যে অভিনয়ে,
তোমার শরীর নিয়ে ভোগের খেলায় মত্ত।

কিংবা তোমার অধিকার নিয়ে মিছিল মিটিং শেষে,
তোমাকেই নগ্ন করার চক্রান্তে,
আমারই মতো কোন ভন্ড পুরুষ, 
কামনার দৃষ্টি আর লকলকে জিহ্বা নিয়ে, 
তাকিয়ে আছে তোমার পানে।

কিংবা আমারই মতো কোন পুরুষ দ্বারা
তিনমাসের কন্যাশিশু থেকে ষাটোর্ধ বৃদ্ধা,
ধর্ষনের শিকার হয়ে রক্তাক্ত নিথর দেহে
পড়ে আছে কোন গলিতে জঙ্গলে, 
রাস্তার ধারে ময়লা আবর্জনার স্তুপে।

হয়তো তুমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়,
যাওয়ার পথে ইভ টিজিং এর শিকার,
আমারই মতো কোন পুরুষ হায়েনার হাতে।

কিংবা কর্ম শেষে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পথে,
তুমি লাঞ্চিত আমারই মতো পুরুষবেশী
ড্রাইভার কন্ট্রাকটরের কামনার কাছে কিংবা,
কাঁচা মাংস লোভী কিছু জানোয়ারের হাতে।

কি নিয়ে লিখবো বলো? 
মস্তক নীচু আমার, লজ্জিত আমি,
তবুও ক্ষমা প্রার্থী এই আমিই
আজ জানাই তোমায় -

নারী দিবসের শুভেচ্ছা - 
ভালো থেকো নারী তুমি।

Page No 1