Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
গনতন্ত্রের সংজ্ঞা
The definition of democracy
Ziaur Rahman linkon
আমার দশ বছরের ছেলে
সেদিন জিজ্ঞাসিল ডেকে,
বাবা গনতন্ত্র কাকে বলে,
কও না একটু মোরে?
টিভিতে দেখি, মানুষে বলে
গনতন্ত্রের কথা,
ওটা আবার কি জিনিস,
বুঝাতে যতি তা!
বলিলাম তারে স্বাধীনভাবে
চলিতে পারে লোকে,
বাক স্বাধীকার আছে সেথা,
বলিতে পারে গলা খুলে,
বৈষম্য নেইতো কোন,
ধনী গরিবের মাঝে,
রাজা প্রজা সবাই সমান
সংবিধান মেনে চলে।
পছন্দ মতো প্রার্থীকে তারা
ভোট দিতে পারে,
দেশ শাসন করিবে কে,
সেটাও চুনিতে পারে,
সব মিলেই বিষয়টাকে বাছা
গনতন্ত্র বলে।
ছেলে বলিলো - ভোটের দিনে
দেখিলাম ভোটকেন্দ্রে গিয়ে,
অনেকেই নাকি পারেনি দিতে ভোট
পছন্দের প্রার্থীকে,
অনেকের আবার ভোট দিয়েছে
অন্য লোকে এসে,
মরেছে যারা তারাও নাকি
ভোট দিয়েছে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে!
ধর-পাকড় চলেছে দেশে,
অরাজকতার নামে,
স্বাধীনভাবে বলিলে কথা,
দেখি লোকে যাচ্ছে জেলে!
বাবা - তুমিতো বলিলে, অন্য কথা,
আমি দেখিলাম ভিন্ন,
এখানে তো দেখি নাই আমি
গণতন্ত্রের কোন চিহৃ!
ছেলের কথা শুনিয়া
স্তব্ধ নিথর আমি,
কেমন করিয়া গণতন্ত্রের সংজ্ঞা
তাহারে আমি বলি।
নীতি নৈতিকতার কথা শিখাবো কেমনে,
বাস্তবে যে তাহা নেই,
ছেলে আমার অমিল দেখিয়া
হারিয়ে ফেলেছে খেই।
গণতন্ত্রকে কাফনে মুড়িয়া আজ,
কফিনে দিয়েছি শুয়ে,
এবারের ভোটে শেষ পেরেকটাও
দিয়েছি বুঝি বা ঠুকে!
ছেলে আমার বড় হয়ে কি
দেখিবে হানাহানি!
আমি তো বাবা ভাবিতে গিয়ে,
আশঙ্কাতে মরি।
গণতন্ত্রের নামে স্বৈরনীতি,
চলবে কি যুগে যুগে?
কেমন করিয়া দেশের মানুষ
আবার বাক্ অধিকার পাবে?
Page No 1