৭১ এ করিনি যুদ্ধ,
নেইনি অস্ত্র হাতে,
পাকদের সাথে যুদ্ধ করার,
সাহস কি আমার আছে?
তাইতো রে ভাই বুদ্ধি করে,
রাজাকারের সাথে আঁতাত রেখে,
এদিকওদিক পালিয়ে থেকে,
টিকে ছিলাম আমি।
দেশের চেয়ে জীবন বড়,
বেঁচে থাকলে দেখ তোমরা,
সত্যিকারের মুক্তিযোদ্ধা
আমিই তখন হবো।
মানুষ মরে পাখির মতো,
আগুন জ্বলে ঘরে,
রাস্তাঘাট ভেঙে পাকিরা,
দানবীয় উল্লাসে মাতে।
লক্ষ লক্ষ শহীদ হলো,
ধর্ষিত হলো নারী,
তবুও আমি পালিয়ে ছিলাম,
নিজের কথা ভাবি।
রক্ত গঙ্গা বইয়ে যখন,
স্বাধীন হলো দেশ,
ভীতুর মুখোশ খুলে ধরি
আমি বীরের বেশ।
ছল-চাতুরী করে একটা,
সার্টিফিকেট কিনি,
বুক চিতিয়ে তাইতো বলি,
"মুক্তিযোদ্ধা আমি "।
সত্যিকার মুক্তিযোদ্ধা
পায় না খেতে আজ,
ভন্ড আমি ভুয়া আমি তবুও,
আমারই মাথায় তাজ।
যুদ্ধ করে তোমরা দেখ,
কি আর পেলে ভাই।
গাড়ি বাড়ি মান সম্মান,
কিছুই তোদের নাই।
Page No 1