Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
প্রভাত কালে!
In the morning!
Ziaur Rahman linkon
রাতের নিস্তব্ধতা কেটে ভোরের আগমন!
আলোকিত হয় ভুবন!
সবুজ বৃক্ষ থেকে ঝরে পরে শিশিরবিন্দু,
ঝরে পরে শুকনো মরা পাতা!
হারিয়ে যায় জীবনের অংক!
পাখীরা ডাকে,
মুক্ত আকাশে ডানামেলে দেয়
স্বাধীনতার আনন্দে!
শিশিরে মাখামাখি সবুজ ঘাস হয়
আরও সতেজ প্রাণবন্ত!
জবুথবু কুকুরেরা গা মোড়া দিয়ে উঠে,
দলবেঁধে নেমে পরে খাবারের সন্ধানে!
পথে বাড়ে লোকের সমাগম,
পথ অঙ্কিত হয় পদচিহ্নে!
হর্ণের শব্দে প্রকম্পিত হয় বাতাসের বুকে,
কালো ধোঁয়ায় আচ্ছাদিত শুভ্র আকাশ!
শিশুদের কাঁধে চাঁপে ভারী ব্যাগ,
বাঁকা মেরুদন্ড আরও বাঁকা হয়!
বেড়ে যায় হাকারের আনাগোনা,
সব্জি চাই, সব্জি!
লাগবে মাছ, লাগবে!
গৃহ থেকে গৃহে বাঁজে
বাসনকোসনের টুংটাং শব্দ!
বহমান নদীর মতো
বিষাদময় জীবন নিয়ে,
হেসেলে চলে গৃহিণীর ব্যস্ততা!
ব্যস্ত মানুষ হয় আরও ব্যস্ত,
শুণ্য হাতে চলে অনুর্বর সুখের চাষ!
স্বপ্নের ঘোরে চলে,
স্বপ্ন দেখার দুঃসাহস !
Page No 1