পরাধীনতাই এখন গর্ব মোদের,
পরাধীনতাই যেন তাজ,
পরাধীনতাই যেন নিচ্ছে শুষে,
মজ্জা মোদের আজ।
জরা ধরেছে ধুনে ধরেছে,
ভেঙেছে মনের বল।
শোষকের রাঙা চোখে ভীতু
মোরা ছেড়েছি যেন হাল।
শিরদাঁড়া আজ গেছে ক্ষয়ে,
তাই নত শিরে মোরা চলি,
বীরের গর্জন ছেড়ে দিয়ে,
কাপুরুষের বেশ ধরি।
প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে,
অনেক বছর আগে,
পরাধীনতাকেই আঁকড়ে ধরে,
এখন জীবন মোদের চলে।
কীটপতঙ্গের মতো বেঁচে থেকে
আজ মুক্তি খুঁজি তাতে।
Page No 1