তবুও বলবো গর্ব করে,
আমরা বীর বাঙালী,
মাথা নোয়াবার নয়,
স্বাধীনতার মানে বুঝি,
রাখবো তা অক্ষয়।
বায়ান্নই দিয়েছি রক্ত,
এনেছি মাতৃভাষা,
একাত্তরে দিয়েছি রক্ত,
এনেছি স্বাধীনতা।
মোরা নির্ভিক,
মোরা অপশক্তিকে করি দমন,
বাঁধা যতো আছে
উপড়ে ফেলি দু'হাতে,
করি শান্তির বীজ বপন।
অপসংস্কৃতি আর অপরাজনীতির,
কালো থাবায় আজ,
বীর বাঙালীর মস্তক নুয়ে,
কপালে পড়েছে ভাঁজ।
অন্যায় এখন গা সওয়া মোদের,
শামুকের বেশে চলি।
মোরা তো ছিলাম বীরের জাতি
সে কথাও গেছি ভুলি।
আসবে সেদিন নেইতো দূরে,
জাগবে বাঙালী জাতি,
সোনার বাংলায় ফলবে সোনা,
এটুকু শুধু বুঝি।
Page No 1