writerfair

আবার আসবে

will come again

Ziaur Rahman linkon

হয়তো কেটে যাবে সময়,
হয়তো কষ্টগুলো 
ঝাপসা হয়ে আসবে,
ঘষা কাঁচের মতো।

হয়তো আবার বৃষ্টি নামবে,
ফেটে যাওয়া জমিন,
তার ক্ষত শুকাবে।
ধুসর হয়ে যাওয়া বৃক্ষ,
আবার সবুজ হবে।

হয়তো থমকে যাওয়া স্বপ্নগুলো
আবার রঙিন ডানা মেলবে 
বাঁধাহীন মুক্ত নীল আকাশে,
ভালবাসার পরশ নিয়ে,

হয়তো বিষাক্ত প্রহরগুলো,
ধ্বসে যাবে বালির বাঁধের মতো,

হয়তো সে আবার আসবে
ভুলের প্রায়ঃচিত্ত করতে,
তোমার তপ্ত বুকে 
নিজেকেই সমর্পন করতে
 

Page No 1