Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
চাই খাদ্যের অধিকার
Want the right to food
Ziaur Rahman linkon
আমার একটু কাজ চাই !
একটু খাদ্য চাই!
চাই বেঁচে থাকার অধিকার !
আমি ক্ষুধার্ত !
আমার স্ত্রী'সন্তান,
তারাও আজ অভুক্ত !
আমাদের পেটে হাহাকার,
শুষ্ক মরুর মতো !
বৃষ্টিহীন ক্ষেতের মতো,
বুক ফেটে চৌচির !
আমি বস্ত্রহীন !
আমার লজ্জা নিবারণ হয়,
ছেঁড়া ফাটা কাপড়ের টুকরো দিয়ে।
আমার মাথার উপর ছাদ নেই !
যাও বা আছে,
তাকে ছাদ বলে না !
এখানে
বৃষ্টির দিনে বৃষ্টি ঝরে !
রোদের দিনে রোদ !
কুয়াশার রাতে ঝরে শিশিরকণা !
তোমাদের থাকো সিঙ্গাপুর কানাডায় !
উন্নয়নের জোয়ারে জোয়ারে তোমরা সিক্ত !
বিশাল বিশাল অট্টালিকা !
দামী দামী গাড়ি !
স্বর্গলোকে তোমাদের বাস।
জীর্ণ মর্তলোকই আমার আবাস !
তোমাদের মাথাপিছু আয়
দুই লক্ষ একচল্লিশ হাজার চারশত সত্তর টাকা মাত্র !
আর আমার ?
নাই বা হিসেব হলো !
আমি রাজনীতি বুঝি না !
অর্থনীতি বুঝি না !
আমি বুঝি না বৈশ্বিক অস্থিরতা !
আমি বুঝি ক্ষুধার জ্বালা !
সন্তানের চোখের জল !
বউয়ের ছেঁড়া শাড়ি !
আমার কাজ চাই !
আমার খাদ্য চাই !
তোমরা আমায় আর সোনালি ভবিষ্যতের
অলীক স্বপ্ন দেখিও না।
Page No 1