writerfair

ভাঙা গড়ার জীবন

A broken life

Ziaur Rahman linkon

n/a

মধ্যবিত্ত পরিবার মানেই একটা চ্যালেঞ্জিং জীবন, সামাজিক অবস্থানে যেনো একটা যুদ্ধক্ষেত্র। দু'চোখে যেমন সূখের স্বপ্ন খেলা করে আবার তেমনি এক পলকেই চঢ়ম হতাশার সাগরে ভাসিয়ে নিয়ে যায়, ডুবিয়ে মারে গহীন জলের বুকে ! 

এদের বুকের পাঁজর ভাঙ্গে মটমট করে , হৃদপিন্ডে চলে স্বপ্ন ভাঙ্গনের ঢেউ! শুকনো নিরস চোখে ভাসে স্বপ্নহীন ধুসর ভবিষ্যৎ।

এ যেনো রঙিন স্বপ্ন আর হতাশার একটা দারুন মিশ্রণ! 

কেউ দেখে না! 

কেউ শুনে না! 

বুঝতে চায় না কেউ!

মধ্যবিত্তের জীবন চলে 

চলে সেথায় মেকী সুখের ঢেউ!

এদের শরীর খারাপ হতে নেই ! নেই অসুস্থতার কারনে চিকিৎসা নেওয়ার সাধ্যটুকু ! এদের জীবন খরস্রোতা নদীর মতো! একদিকে পুরণ হলে অন্যদিকে চলে ভাঙনের সুর! 

পাড়া প্রতিবেশি কিংবা আত্মীয়স্বজনের কাছে এরা স্বার্থপর কোন প্রাণী ! অথচ কলুর বলদের মতো সংসারের ঘানি টানতে টানতে এরা ক্লান্ত পরিশ্রান্ত। এরা পারে না নিজের শখটুকু পূরণ করতে, পারে না পরিবারের, না পারে সন্তানের!

গুমড়ে কাঁদে জীবন তাদের,

গুমড়ে মরে তারা!

অভিশপ্ত জীবন যেনো,

জীবন দিশেহারা!

পায় না কূল!

পায় না পাড়!

পায় না সান্তনা!

তবু্ও তারা স্বপ্ন দেখে!

আকাশ ধরার নেশা!

Page No 1