তোমার অভিযোগগুলোকে অস্বীকার করবো না,
মিথ্যের মিষ্টি কথায় ভুলাবো না তোমায়।
বলবো না এ তোমার মিথ্যে অভিযোগ।
আমি জানি,
এ অভিযোগে মিশে আছে তোমার
অকৃত্রিম ভালবাসা, মায়া, মমতা।
এতটুকু রাগ অভিমান করতেই পারো,
ভালোবাসা সে অধিকারটুকু তো,
তোমায় দিয়েই দিয়েছে।
প্রিয়তমা,
আজকাল সময়গুলো
বেশ দ্রুতই শেষ হয়ে আসে।
কাজের চাপ আর স্ট্রেস,
মাঝেমাঝেই প্রভাব ফেলে মনের উপর,
অলসতাটাও চেপে ধরে সময়ে অসময়ে।
চারদিকের অনিয়ম অনাচার,
আমায় হতাশ করে দেয়,
খুন, গুম, ধর্ষণ,
পিটিয়ে কিংবা কুপিয়ে মানুষ হত্যা,
সাম্প্রদায়িক অস্থিরতা,
স্বার্থপরতা, মেকি দেশপ্রেম, জঙ্গিবাদ,
অপরাজনীতির কালো থাবা,
সহ্য করতে পারি না এসব।
বিদ্রোহ করে বসে মন।
ইচ্ছে করে সমস্ত মায়ার বন্ধন কেটে
ডাক দেই আর একটা যুদ্ধের।
স্বাধীন বাংলাকে করি সত্যিকার
" সোনার বাংলা"।
এ যুদ্ধে,
হয়তো পাক হানাদারের বুলেটে নয়,
মেকি দেশপ্রমিকের কালো মুখোশে আবৃত
নব্য রাজাকারের ছুড়ি কিংবা
বুলেটের আঘাতে,
ছিন্নভিন্ন পরে থাকবে আমার দেহ।
হয়তো পঁচা নর্দমার কয়েকহাত নিচে হারিয়ে যাবো আমি।
নয়তো চৌদ্দ শিকের কারাগারে
দেশদ্রোহীর তকমা গায়ে নিয়ে,
যাবজ্জীবন কেটে যাবো আমৃত্যু।
তাইতো তোমার খোঁজ নিতে পারিনা তেমন।
প্রিয়তমা এ আমার,
তোমায় মন ভোলানো কথা নয়,
নয় আত্মপক্ষ সমর্থন।
ভালোবাসি তোমায়,
ঘাতপ্রতিঘাতে জর্জরিত মন আমার
অনুভব করে তোমায়,
জীবন যুদ্ধের প্রতিটি সন্ধিক্ষণে
Page No 1