writerfair

ক্ষমা করো আমায়

forgive me

Ziaur Rahman linkon

গতকাল ছিলো শহিদ দিবস,

বাঙ্গালি জাতির আত্মত্যাগের দিন,

বুকের রক্তে কালো পিচ লাল করে

আমরা পেয়েছি মাতৃভাষা,

কথা বলার অধিকার। 

হারিয়েছি বাংলার শ্রেষ্ঠ সূর্যসন্তান,

যাদের চেতনায় ছিলো সোনার বাংলা,

আর ছিলো দেশাত্মবোধ দেশপ্রেম।

 

শোকের এইদিনে,

মাতৃভাষা রক্ষার সেই বীর শহিদদের

প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবো বলে, 

ফাগুনের রঙে ফোটা কিছু

শিমুল পলাশ গাদা হাতে নিয়ে

গিয়েছিলাম শহিদ মিনার পাদদেশে।

 

কিন্তু এ কি!  এখানে কেন এরা ?

মুজিবকোট গায়ে চাপিয়ে,

যাত্রাপালার শিল্পীর মতো,

কুৎসিত মনটাকে মুখোশের আড়ালে

রেখে কি নিপুণ অভিনয়ে ব্যস্ত তারা।

মুখে তাদের দেশপ্রেমের বুলি,

অথচ কে না জানে!

তাদের অন্তর,

তাদের কর্ম, 

তাদের চিন্তা চেতনা কতটা দুর্নীতিগ্রস্থ।

ক্ষমতার নেশায় টাকার নেশায় এরা

কতটা মানুষরূপী জল্লাত! 

সেখানে দেশপ্রেম কোথায়? 

কোথায় মানবপ্রেম?

তাদের ভীরে পদপিষ্ট আমার

শ্রদ্ধার "শহিদ মিনার "।

 

আমি হতভম্ভ আমি স্থম্ভিত

আমি নির্বাক,আমি লজ্জিত। 

পারিনি ভণ্ড দেশপ্রমিক আর স্বার্থান্বেষীর

হাত থেকে দেশ ও সমাজকে মুক্ত করতে।

 

অবনত মস্তক আমার,

ফিরে এসেছি,

শহিদ মিনার থেকে।

দেওয়া হয়নি আমার শ্রদ্ধাঞ্জলী

শহিদ মিনার পাদদেশে।

Page No 1