writerfair

মৃত্যু

Death

Ziaur Rahman linkon

মৃত্যু, তুমি শুধু দু'অক্ষরের
একটি নামমাত্র নও।
তোমার যেমন গভীরতা অনেক,
তেমনি শুন্যতাও কম নও।
পরপারে পারি দেওয়া,
নৃশংস পথ তুমি। 
তুমি স্বজনের বুকফাটা কান্না,
আত্মার আহাজারি।
তুমি বিস্ফারিত চোখের 
ঝড়ানো নোনাজল।

মৃত্যু, তুমি শুধু সাদা 
কাঁফনে জড়ানো একটি
লাশ নও মাত্র।
মৃত্যু, তুমি আকাশসম,
কঠিন দেওয়াল,
নিমিষেই অন্তরালে হারিয়ে
দাও ছিন্ন করে দাও,
সম্পর্কের বন্ধন।

তুমি পাহারসম ওজনে
ভর করো সন্তান হারানো
পিতার কাঁধে,
ভর কর মা-বাবা হারানো
সন্তানের কাঁধে,
বন্ধু হারানো বন্ধুর কাঁধে।

মৃত্যু তুমি বড়ই নিষ্ঠুর,
আদি থেকে অন্ত পর্যন্ত
তোমার ধেয়ে চলা।
কালো কাপড়ে আবৃত,
ভয়ংকর থাবা তুমি।
তুমি নিঃশব্দে হরণ কর
প্রিয় মানুষের স্পন্দন।
মৃত্যু, তুমি বড় অসহ্য,
তুমি বড়ই বেদনার,
না মানার একটি নাম।
 

Page No 1