writerfair

সম্পর্ক

Relation

Ziaur Rahman linkon

n/a

হঠাৎ করেই তো পরিচয় তোমার সাথে আমার। না সামনাসামনি কখনও দেখা হয়নি আমাদের, হয়নি কোন কথা বলা, কিংবা একসাথে চলা।

একটা গ্রুপে নিয়মিত লিখতাম আমি, ভালো লিখি কিনা জানি না, তবে তুমি বেশ পছন্দ করতে, ঐ গ্রুপের সদস্য হওয়া প্রায়ই লাইক কমেন্টস্ দিতে । তারপর কেমন করে যেনো কথা বলা।না এখনো দেখা হয়নি তোমার সাথে হয়তো হবে না কোনদিন।তবুও বন্ধুত্বের যে বিশ্বাস যে গাঢ়তা তা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠেছে চীনের প্রাচীরের মতোই। এখন তোমায় অনুভব করি প্রতিটি সময়,অনুভব করি আমার প্রতিটি কাজে। যেদিন তোমায় পাই না, সেদিন কেনো জানি,  শুকনো নদীর মতো লাগে নিজেকে । মনে হয় কোন পানির স্রোত নেই মাছ নেই, নৌকা নেই, নেই কোন মাঝির দরাজকন্ঠে কোন ভাটিয়ালি গান। জীবনের কোন অস্তিত্বই যেনোখুঁজে পাই না আর।

জানি না, একে কি বলে? হয়তো  এটাও তো এক ধরনের প্রেম কিংবা ভালোবাসা। হতে পারে এটা কোন বন্ধুত্বের, সময়ের অথবা আত্মার সম্পর্ক। 

মনের টান আছে , কথা বলার আকুতি আছে, আছে কিছুটা সময় একসাথে কাটানোর অতৃপ্ত  তৃষ্ণা। কিন্তু কোন চাওয়া নেই, পাওয়া নেই, বর্তমানসম্পর্কগুলোর মতো নেই দৌহিক কামুকতা।

ভাবতেই অবাক লাগে, কেমন করে যেনো গড়ে উঠে সম্পর্কগুলো! তুমি আছো দক্ষিণের এক প্রান্তে সাগরের কাছাকাছি, আর আমি!  হিমালয় পাদদেশের কাছাকাছি উত্তরবঙ্গের নিভৃত এক কোনে। হ্যাঁ যোজন যোজন দূরত্ব, তোমার আমার মাঝে, কিন্তু সেটাতো দৌহিক, মনের দিক থেকে? এক ইঞ্চি ফাঁক খুঁজে পাইনি এখনও।

Page No 1