Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
চেতনাবাজ
conscious
Ziaur Rahman linkon
চেতনার ফেরিওয়ালা এসেছে আজ,
চেতনার বাণী নিয়ে,
অপশক্তির মুখোশ পড়ে
তারা চেতনাই গেছে ভুলে।
মুক্তিযুদ্ধের চেতনা ছিলো,
স্বাধীন করবো দেশ,
গড়বো সবাই দেশটাকে মোরা,
হবে সোনার দেশ।
থাকবেনা সেথায় অনিয়ম অবিচার,
থাকবেনা অপশক্তি,
থাকবেনা কোন জুলুম নির্যাতন,
থাকবেনা মানুষ বন্দী।
এখন দেখি স্বাধীনদেশে
ভন্ড শকুনীর দল,
চেতনার মুখোশ জড়িয়ে মুখে
করছে শোষন নির্যাতন।
Page No 1