writerfair

হারিয়ে যাবো

will be lost

Ziaur Rahman linkon

প্রিয়ংবদা 
হাঁটতে হাঁটতে আজ আমি বড় ক্লান্ত, অবসন্ন। প্রভাতবেলার লাল সূর্যটা যেমন শেষ বেলায়,
দিগন্তপারে এসে অন্ধকার করে হারিয়ে যায়, 
তেমনি হারিয়ে যাচ্ছি একটু একটু করে, 
জীবন প্রদীপ নিভে যাচ্ছে ধীরে ধীরে । 
হতাশা আমায় পেঁচিয়ে নিয়েছে অজগর সাঁপের মতো, তার লকলকে জীভ আর চোঁয়াল দিয়ে ধীরে ধীরে যেনো আমায় পুঁড়ে নিচ্ছে তার শীতল দেহের মাঝে।

প্রিয়ংবদা, 
কতোদিন! কতোদিন পাইনি তোমার চুলের গন্ধ!
গায়ের গন্ধ! আঙ্গুলের নরম স্পর্শ! উষ্ণ আদরের ছোঁয়া।
আফিমে আচ্ছন্ন যুবকের মতো, 
আমিও যে আজ তোমায়  নেশাচ্ছন্ন। 
তাইতো ঘুমের মাঝেই খুঁজে ফিরি তোমায়,
তোমার  ভালোবাসার পরম উষ্ণতা পেতে।

প্রিয়ংবদা, 
স্বপ্নে তুমি আসো ঠিকই, কিন্তু ভোর হতেই ক্লান্ত 
দু'চোখ আর খুঁজে পায় না তোমায়। 
তাইতো তোমার চলে যাওয়া প্রশ্নের উত্তর খুঁজতে 
আর এদিক সেদিক ছুটে বেড়াই না, 
হাঁটতে বেরোই শুধু ক্লান্ত হতে, ঘুমের মাঝে শুধু তোমায় পাবো বলে। 
শক্ত হাতে আর ধরবো না তোমায়, 
বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলবো না--"বড্ড ভালোবাসি।"
আমি যে আজ অবসন্ন, শক্তিহীন।

প্রিয়ংবদা, 
স্বপ্নে আসবে তুমি? কিভাবে আসবে বলো আর, 
মৃত্যুর কালো থাবা যে গ্রাস করছে আমায়,
তুমিতো জানোই না, ওপারে স্বপ্ন দেখা মানা।
ওপারে আছে শুধু নিদ্রাহীন স্বপ্নহীন এক জীবন।
তুমি ভালো থেকো প্রিয়ংবদা।
 

Page No 1