writerfair

একাকীত্বতা

Loneliness

Ziaur Rahman linkon

ব্যস্ত শহরের কোলাহল আর যান্ত্রিক 
জীবনের আত্ম চিৎকার যেনো 
ভেন্টিলেটর এবং জানালা দিয়ে
উঁকি মারছে আমার ঘরের ভিতর।
আমার অসহায়ত্ব দেখে তাদের অট্টহাসি 
বাড়ি খাচ্ছে রঙ করা দেয়ালে।
ধুলোময় ঝাপটা বাতাস যেনো
উড়িয়ে নিতে চাইছে জানালার পর্দা।

রাস্তার বাস ট্রাক রিক্সা সিএনজিগুলো 
পার করছে তাদের ব্যস্ত সময়, সাথে
ব্যস্ত মানুষজন তাদের কর্ম নিয়ে।

এরই মাঝে হকারের ডাক শুনতে পাই,
- "এই লাগবে আলু পটল পেপে ঝিঙে, 
লাগবে পিঁয়াজ মরিচ রসুন "।
কেউ কেউ আবার ডাকছে -
" লাগবে লেবু মেহেদী বরই", 
চলে গেলে পাবেন না, লাগবে নাকি?

দাঁড়কাকগুলো বসে আছে,
বিদ্যুতের তারে নত মুখী হয়ে, 
সময়ে সময়ে ডেকে উঠছে কাঁ কাঁ।
শহরের আবর্জনা বহনকারী ভ্যান দেখে
সেও ব্যস্ত হয়ে পড়ে খাদ্য খোঁজার তাগিদে।

আর আমি নিরব নিস্তব্ধ একাকীত্বতা নিয়ে,
সময় পার করছি ব্যস্ত শহরের এক গলিতে,
ইট কাঠ পাথরে নির্মিত কৃত্রিম ঘরের 
চার দেয়ালের ভিতর দামী চকচকে,
বার্নিশ করা আসবাবপত্রের মাঝে।
সবই আছে, আছে আপন মানুষজন।
শুধু কোন কাজ নেই, নেই কোন ব্যস্ততা,
শুধু শো-পিচের মতো শোভা বর্ধন হয় আমার দ্বারা।

আর বাহিরের ব্যস্ততা আমায় 
কুড়েকুড়ে  খায় ঘুণপোকার মতো।

Page No 1