মানবতা তুমি কোথায়?
তুমি কি বিলাসী জীবনে
ব্যস্ত এক নামই শুধু।
নাকি ক্ষমতাধর বর্জোয়া,
গোষ্ঠীর চকচকে প্যান্টের
পিছনে দামি ওয়ালেটের
ভিতরে ভাঁজ করা করকরা,
কাগুজে নোটের মাঝে,
দানবের রুপে লকলকে,
জিভ নিয়ে আয়েশ ভঙ্গীতে
লুকিয়ে থাকা এক প্রাণ।
নাকি তুমি পেশিশক্তির,
দাপটে ঘুমিয়ে থাকা অথর্ব,
মেরুদন্ডহীন এক নাম।
মানবতা তোমায় দেখি না,
ফুটপাতে ডাস্টবিনে খুটে
খাওয়া পথ শিশুদের মাঝে।
তোমায় দেখিনা আমি বাস্তুহারা,
অসহায় মানুষের ভিরে।
তোমায় দেখি না আমি,
ভাসমান পতিতার মাঝে।
ছিন্নভিন্ন রক্তাক্ত কোন,
ধর্ষিতা বালিকার আত্ম চিৎকারে।
তোমায় দেখিনা আমি,
শোষিত মানুষের মাঝে।
দেখিনা তোমায় নীরবে নিভৃতে
গুম হওয়া লাশের মাঝে।
হায়রে মানবতা তুমিও আজ,
ভোল পাল্টানো ভন্ড নেতার মতো
সুবিধাবাদী এক চরিত্রের নাম।।
মানবতা তুমি কোথায়?
Page No 1