মোঃ বজলুর রশীদ ১, জানুয়ারী' ১৯৮১ ইং সালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন জলঢাকা সদর ইউনিয়নের চেড়েঙ্গা গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মোঃ সামসুদ্দিন জলঢাকা প্রাণী সম্পদ অফিসে ভি.এফ.এ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৪/১২/২০০৪ সালে গোলনা শহীদ স্মৃতি কলেজ জলঢাকা ,নীলফামারী, মনোবিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে যোগদান করে এখন পর্যন্ত কর্মরত আছেন। পাশাপাশি তিনি জলঢাকার একটি অনলাইন নিউজ পোর্টাল জলঢাকা নিউজ এর সম্পাদক ।
কবির লেখা প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ " কাব্যে ফুলের সুবাস ও ৯৫ কাব্য সম্ভার ।