writerfair

বসন্ত আসবে বলে

Spring will come

Md. Bazlur Rashid

বসন্ত আসবে বলে
শীত তার খোলস পাল্টিয়েছে।
প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে।
পাতাঝরা গাছের ডালে পা দুলিয়ে কোকিল
নতুন পাতার স্বপ্নে গান ধরেছে।

বসন্ত আসবে বলে
মাঘের ‘বাঘ পালানো’ শীত বিদায় নিয়েছে।
অমর একুশে গ্রন্থমেলায় দোলা লেগেছে।
রঙ্গিলা প্রজাপতিরা একটু একটু ডানা মেলেছে,
পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার ডালে আগুনঝরা ফুল ফুটেছে।
গাছে গাছে উচ্ছলতার রঙিন ঢল নেমেছে।

বসন্ত আসবে বলে
বাসন্তী রঙের শাড়ি ললনারা গায়ে জড়িয়েছে।
অতিথি পাখিরা ঘরে ফিরতে ডানা মেলেছে।
কচি পাতার গাছটি সজীবতা ফিরে পেয়েছে।
গ্রাম-গঞ্জে হরেক রকম মেলা বসেছে ।

বসন্ত আসছে বলে
আমারও মন একটু একটু করে বদলাচ্ছে।
কথা বলতে ইচ্ছে করছে তোমার সাথে,
যে কথা বলা হয়নি কোনোদিন।
তুমি কি শুনবে সেই কথা?
তুমি কি দেখবে সেই বসন্ত,
যে বসন্ত শুধু আমার নয়, আমাদের!
 

Page No 1