writerfair

মন

The mind

Md. Bazlur Rashid

ওয়াদা ছিল আমারা দুজন 

কখনো হবো না আলাদা,

কি হলো আজ ! ছিন্ন হলো মন;

ভেঙে গেল আলাদা হলো দুটি ভুবন ।

 

কথা ছিল থাকবো মোরা একসঙ্গে

কাটাবো সারাটি জীবন,

তবু কেন এত অসংগতি

মিল নেই কেন মন দুটির।

 

কি স্বার্থ জড়িত আছে দুজনের মনে

বুঝতে চাই না স্বার্থ ছাড়া জীবন চলে,

মনে কি পড়ে তোমার প্রথম দেখা;

তারপর দুই নয়নে চোখাচোখি করা ।

 

মনের ভাষা বুঝতে হলো না দেরি

শপথ নিলাম মোরা একে অপরকে ভালোবাসি,

তারপর একসঙ্গে চলা সুখ দুঃখের কথা বলা,

তারপর ওয়াদা করা থাকবো চিরদিন।

 

ভুলে কি গেছো তুমি সে দিনের শপথ নেয়ার কথা

খুব বুঝেছিলাম, খুশি কাকে বলে?

এখন বুঝেছি দূঃখ যাকে বলে।

 

বরবাদ করে মন  শান্তি  তো হয়নি,

যা বলার খুলে মনের দার।

যা চেয়েছি তা কখনও পাইনি

ভুলেছি রোজ রাত তোর অপরাধ,

নিঃসঙ্গ জীবন চলতে থাক।

Page No 1