writerfair

অনন্ত ভালোবাসা

Eternal love

Md. Bazlur Rashid

চাঁদ হারায় যদি তার জোসনা,

পাখি হারায় যদি তার দিশা

মনের কোনে গহীন ঘরে,

রাখব তোমায় আপন করে ।

 

নদী হারায় যদি তার গতিপথ,

আগ্নেয়গিরি হারায় যদি তার অগ্নুৎপাত

হৃদয়ের জানালা খুলে দিব,

রাখবো তোমায় হৃদয় মাজারে ।

 

সমুদ্র হারায় যদি তার জলরাশি,

আকাশ হারায় যদি তার নীলিমা

তোমায় রাখবো কাজল করে,

আঁখির মাঝে বাসা করে ।

 

নক্ষত্র হারায় যদি তার আলোকরশ্মি,

গ্রহ হারায় যদি তার ঘূর্ণন

ভালোবাসায় রাখবো তোমায়,

আমার মনের পিয়াল তলে ।

 

বাতাস হারায় যদি তার বেগ,

আগুন হারায় যদি তার উষ্ণতা

তুমিই বসতি আমার সব দুঃখ আশা,

রাখবো তোমায় চোখের কোনে ।

Page No 1