writerfair

হৃদয়ে নীলাঞ্জনা

Blue in the heart

Md. Bazlur Rashid

নীলাঞ্জনা,তুমি কি জানো,
তুমি এখনো আছো আমার হৃদয় জুড়ে?
ওয়েলউইটশিয়া গাছ যেমন টিকে থাকে
মরুভূমির মাঝে হাজার বছর ধরে,
তেমনি তুমিও টিকে আছো
শত ঝড়, ঘূর্ণিঝড়ের মাঝে,
কিংবা নীল আকাশে, অতি দূরের নক্ষত্রের ভিতরে।
অতি অকস্মাৎ, স্তব্ধতার দেহ ছিঁড়ে
ডাক দাও আমার হৃদয়ের গভীরে।

আকাশের নিচে হাজারো সভ্যতা
গড়েছিল একদিন,
আবার সেই সভ্যতা ধ্বংস হয়ে
গড়ে উঠেছিল আরেক সভ্যতা।
মিশরীয় সভ্যতা কিংবা ট্রয় নগরীর
কথা মনে করিয়ে দেয় আমাকে।
ফারাও রাণী ক্লিওপেট্রা কিংবা
ট্রয় নগরীর হেলেন নও তুমি তাতে কি?
হাজারো সভ্যতার মাঝে
তুমি এখনো টিকে আছো আমার হৃদয়ে।

এখনও আমি ক্লান্ত হইনি,
পথ হারিয়ে যাইনি কোন অচেনা পথে,
খুঁজে চলেছি তোমায় এই মহাবিশ্বে,
হাজারো সভ্যতা কিংবা
আমার কবিতার মাঝে।
 

Page No 1