Home
The Novel
Story
Poetry
Rhyme Poetry
Classified ads
Directory
Search
Back
এসো হে তরুণ
Come on young man
Md. Bazlur Rashid
এসো হে তরুণ বিপ্লবী হয়ে
ঝান্ডা তুলো এবার সত্যের পক্ষে,
অসত্যের বিরুদ্ধে লড়াই কর
অন্যায় মুক্ত সমাজ গড় ।
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কর
কালো আইনের বিপক্ষে কলম ধরো,
ঘুষ মুক্ত সমাজ গড়
অনিয়ম যত খতম কর ।
অত্যাচারী রাজাকে সাজা দিতে
জুলুম হটাও রাজ্য থেকে,
অন্যায় শৃঙ্খল ভাঙতে হবে
সত্যের ঝান্ডা উড়াও তবে ।
চলো মোরা শপথ করি
আদর্শ এক দেশ গড়ি ,
লড়বো মোরা সারাক্ষণ
এটাই হল মোদের পণ ।
এবার তবে হাল ধর
অন্যায় মুক্ত দেশ গড়,
আমলাতন্ত্র নিপাত যাক
গণতন্ত্র ফিরে পাক ।
Page No 1