writerfair

এসো হে তরুণ

Come on young man

Md. Bazlur Rashid

এসো হে তরুণ বিপ্লবী হয়ে

ঝান্ডা তুলো এবার সত্যের পক্ষে,

অসত্যের বিরুদ্ধে লড়াই কর

অন্যায় মুক্ত সমাজ গড় ।

 

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কর

কালো আইনের বিপক্ষে কলম ধরো,

ঘুষ মুক্ত সমাজ গড় 

অনিয়ম যত খতম কর ।

 

অত্যাচারী রাজাকে সাজা দিতে

জুলুম হটাও রাজ্য থেকে,

অন্যায় শৃঙ্খল ভাঙতে হবে

সত্যের ঝান্ডা উড়াও তবে ।

 

চলো মোরা শপথ করি

আদর্শ এক দেশ গড়ি ,

লড়বো মোরা সারাক্ষণ 

এটাই হল মোদের পণ । 

এবার তবে হাল ধর

 

অন্যায় মুক্ত দেশ গড়,

আমলাতন্ত্র নিপাত যাক

গণতন্ত্র ফিরে পাক ।

Page No 1