writerfair

কৃষ্ণকলি

Krishnakali

Md. Bazlur Rashid

চলে যেও না, কৃষ্ণকলি,
ফিরে চাও!
একটিবার মায়াভরা
তোমার কৃষ্ণ নয়নে।
ফিরে চাও, ওগো প্রেয়সী,
যে দৃষ্টিতে তাকাও তুমি,
হৃদয়ের কম্পন জাগে মোর দেহে।

তোমার মায়াবী চাহনি
আমাকে বেঁধে রাখে
সম্মোহনের এক গোপন জালে।
আমার কল্পনার প্রতিটি কোনে,
প্রতিটি রঙিন স্বপ্নে
তোমার ছায়ায় ভরা।
তুমি যেন এক
শান্তির স্বর্গদ্বার।

তোমায় খুঁজেছি আমি
সময়ের বিস্তীর্ণ মাঠে,
সবুজের ছায়ায়,
মরুভূমির বালুরাশিতে।
পাহাড়ের পথ বেয়ে উঠেছি আমি,
যেন তোমার দেখা পাই!
অবশেষে পেয়েছি তোমায়
আমার পাশের এক
শহরের ছোট্ট গ্রামে।

চলে যেও না, কৃষ্ণকলি!
তোমার মায়াভরা কৃষ্ণ নয়নে
একবার ফিরে চাও।
তোমার মায়াভরা দৃষ্টির মাঝে
আমার হৃদয়ের সমস্ত স্বপ্ন
অমর হয়ে থাকে যেন চিরদিন।
চলে যেও না! কৃষ্ণকলি,
ফিরে চাও একবার ,কৃষ্ণ নয়নে ।
 

Page No 1