writerfair

আছ হৃদয়ের গভীরে

You are deep in the heart

Md. Bazlur Rashid

আজো নিশিথের ছায়ার আড়ালে
একটা পাখি ডাক দেয় অন্ধকারের গভীরে।
তোমার চোখের নীলে ডুবতে গিয়ে,
আমি হারিয়ে ফেলি নিজেকে।

গাছের পাতায় পাতায় জ্বলে ক্ষীণ আলো,
জোনাকির প্রজ্বলন,
আমার বুকের গভীরে তুমি জ্বালিয়ে দাও শূন্যতা।

তুমি আসবে বলে প্রতীক্ষা করি,
চুপ করে বসে থাকি জানালার পাশে।
তুমি আসো না।
তবু আকাশের তারা বলে,
তুমি আছো, কোথাও
হয়ত এই পৃথিবীর কোন প্রান্তে
কিংবা আমার হৃদয়ের গভীরতম কোণে।
 

Page No 1