writerfair

নারী

Woman

Md. Bazlur Rashid

তুমি নারী
তুমি মা,তুমি বোন ,তুমি অর্ধাঙ্গিনী
তুমি আশীর্বাদ, তুমি প্রতিবাদ,
তুমি ফুল, তুমি বিদ্রোহী কন্যা,
তুমি নদীর মতো বহমান,
তুমি পাহাড়ের মতো অটল।
তোমার শক্তি, সাহসে
জ্বলে উঠে পৃথিবীর দীপশিখা।

তুমি জন্ম দাও
স্বপ্নকে, জীবনকে, আগামীকে।
তোমার কোলে লালিত হয়
কবি নজরুলের কবিতার সেই বিদ্রোহী সন্তান,
যারা বদলে দেয় সমাজের গতিপথ।

তুমি ভালোবাসো
স্নেহ দাও, প্রেম দাও,
কখনো আবার কষ্টের পথ পাড়ি দাও
অজস্র বেদনার শিকল পরে।

 

Page No 1