writerfair

নেতা

The leader

Md. Bazlur Rashid

নেতাদের নেতৃত্ব দেখা যায় সর্বত্র, 
খারাপ কাজেও তারা জড়িত প্রতি মুহূর্ত।

নিজের স্বার্থে তারা রাজনীতি করে,
জনগণের কথা কি কেউ ভেবে মরে?

কাজ নেই তাদের, শুধু করে হট্টগোল,
জনগণের হয় কষ্ট, মেলে না কোনো ফল।

সন্ত্রাস, দুর্নীতি যারা করে সবসময়,
নেতাদের আশ্রয়ে বসে গল্প জমায়।

নেতারা নীতিকথা শুধু মুখে কয়,
কাজের সাথে কখনো মিল কি হয়?

সেবা নয়, স্বার্থে ভরা তাদের রাজনীতি,
জনগণের আবেগ নিয়ে খেলা তাদের রীতি।

সত্য ন্যায়ের পথে নেই আজ তারা,
ভালো রাজনীতির আজ তাই খরা।

কোথায় সেই নেতা, যে দেবে আলো,
যার হাত ধরে হবে জনগণের ভালো?
 

Page No 1