দিনটি অসম্ভব সুন্দর লাগছে,কেন লাগছে বুঝতে পারছি না , সুন্দর লাগার পিছনে হয়ত কোন রহস্যও থাকতে পারে ।
তবে এর রহস্য খুঁজার কোন মানে হয় না , পৃথিবীতে অনেক রহস্য আছে যার ব্যাখ্যা করা কঠিন ,
রহস্য জিনিসটা রহস্য থাকাই ভাল ।
তেমনি সুন্দরেরও কিছু রহস্য আছে,যেমন ধরুন , এককেজন মানুষের কাছে সুন্দরের সংজ্ঞা একেক রকম , একেবারেই আপেক্ষিক ।
আমার বাড়ির পাশে রহমত মিয়ার কথা ধরা যাক,
সে বিয়ে করেছিল এক অসম্ভব রূপবতী একটি মেয়েকে কিন্তু সে বেশিদিন তার সাথে সংসার করতে পারলো না ,
সে প্রেমে পড়লো ওই গ্রামের অসুন্দর একটি কালো মেয়ের, মেয়েটি নাকি তার কাছে চাঁদের চেয়েও সুন্দর,
এখন রহমত মিয়া তার সাথে সংসার করছে ঘরে তার দুটি সন্তানও আছে ।
সুন্দরের সংজ্ঞা বড়োই আজব ! একটি কালো কাক, কারো কাছে সুন্দর আবার কারো কাছে কুৎসিত একটি পাখি ।
আচ্ছা কাককে বাংলাদেশের জাতীয় পাখি করলো না কেন বুঝতে পারছি না ,
কাককে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই চেনে ।
কিন্তু দোয়েলকে ওভাবে কেউ চেনে না ,কী কারণে এবং কোন বিবেচনায় দোয়েল জাতীয় পাখির মুকুট পড়ল তা আমি জানি না ।
জাতীয় পাখি হওয়ার জন্য দোয়েলের দাবি কতখানি শক্তিশালী? তা আমার বোধগম্য নয়।
তাছাড়া কাক বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় , কাক নিয়ে আমাদের পাঠ্য বইয়ে গল্প ও কবিতা আছে,
গল্প -কাক ও কলসি- ( এক কাকের খুব জলপিপাসা পেল...)
কবিতা (খোকন খোকন ডাক পারি .....).....
কাক অনেক চালাক পাখি ,এই পাখিটি জাতীয় পাখি করলে বিশ্বের কাছে বাংলাদেশকে চালাক চতুর লোকের দেশ হিসাবে উপস্থাপন করা যেত ।
যাই হোক ,এ বিষয় নিয়ে ভাবনা আপাতত: থাক
চলবে……
Page No 1