writerfair

লেখার স্বাধীনতা

Freedom to write

Md. Bazlur Rashid


আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা.....

রাজ্যের অধীনস্থ লোকেরা 

কেন করে চাঁদাবাজি, 

ওদের অত্যাচারে জিম্মি মোরা 

তাই নীরবে কাঁদি ।

 

আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা......

রাজ্যের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা 

কেন ঘুষ নেয় সরাসরি,

লয় তবে হাত পেতে 

লজ্জা শরম নেই তাতে ।

 

আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা........

রাজ্যের অসহায় নারীরা 

কেন আজ ধর্ষিত হয়,

সুন্দরীরা তাই 

বাহিরে যেতে ভয় পায়,

ইভটিজিং তাদের পিছু লয় ।

 

আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা..........

রাজ্যে মাদকদ্রব্য বিক্রি হয়

সারা রাজ্যে পাওয়া যায়,

যুব সমাজ ধ্বংস হয় 

প্রশাসন নিরব রয় ।

 

আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা..........

ক্রিকেট খেলায় জুয়া চলে

কেন অনলাইনে কেসিনো খেলে,

মেলাতে হরেক রকম জুয়া বসে

অভিভাবকরা নীরবে কাঁদে।

 

আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা..........

লেখাপড়ার মান কমে 

কেন বেকারের সংখ্যা বেড়েই চলে,

কোচিং ব্যবসা চলতে থাকে

শিক্ষকেরা মাস গেলে বেতন গনে।

 

আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা..........

নারীরা আজ নগ্ন  হয়ে ঘোরে

কেন মডেলের নামে পতিতা সাজে,

লাজ লজ্জার মাথা কাটে

টাকার পিছনে নারীরা ছোট।

 

আমি লিখতে চাই কিন্তু 

লিখতে পারিনা.........

ব্যবসায়ীরা আজ এমপি হয়

কেন আমলারা আজ দেশ চালায়,

খেলোয়াররা রাজনীতি করে

পুঁজিবাদরা সমাজ গড়ে।

 

লিখতে চাই কিন্তু লিখতে পারিনা

লেখার স্বাধীনতা নাই বলে। 

Page No 1