writerfair

পথশিশু

street child

Md. Bazlur Rashid

ময়লা পোশাক জীর্ণ-শীর্ণ দেহ, 

এলোমেলো চুল ঘুরে বেড়ায় পথশিশুরা, 

ভুলে বাসা খুঁছে কংক্রিটের শহরে ,

কংক্রিট খেলার মাঠ, রেললাইনের প্ল্যাটফর্ম,

তাদের একমাত্র রাজ্য।

 

ঘুরে বেড়িয়ে কেটে যায় দিন, 

শীতলতায় কেটে যায় রাত, 

শীত পেরিয়ে চলে যায় দিনের পর দিন,

তীব্র শীত খড়া রোদ, 

ঝড়, বৃষ্টি যেন  তাদের বন্ধু হয়ে পাশে দাঁড়ায় ।

 

অনিশ্চিত ভবিষ্যৎ নীরবতা দুই নয়নে, 

বেদনার সুর তাদের কন্ঠে, 

শহরের রাস্তায় খালি পায়ে ক্ষুধার্ত পেটে ,

হাজার স্বপ্ন নিয়ে ল্যাম্পপোস্টে নিভু নিভু আলোয়, 

তাদের অজানা গল্প রাঙিয়ে দেয় ।

 

পথ চলতে চলতে পথশিশুরা থামিয়ে দেয় ,

পৃথিবীর সভ্য সমাজের আবেগ ,

অনাকাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে, 

লিখে যায় জীবনের মহাকাব্যে।

Page No 1