writerfair

ভাঙা সমাজ

broken society

Md. Bazlur Rashid

এক টুকরো  ভাঙা পৃথিবী,
ঘৃণা , দুঃখ  ও আর্তনাদে ভরপুর !
ভালোবাসাহীন সমাজ,
স্বপ্নগুলো  যেখানে  কাঁচের মত
ভেঙে চুরমার হয়ে যায়। 

নির্জনতার অন্তহীন চক্র,
কোন সান্ত্বনা ছাড়া স্বপ্ন ভাঙ্গা,
একপাশে নিক্ষিপ্ত অনুভূতি,
অন্ধকার ও বিভাজনের জায়গা,
যন্ত্রণা ও বেদনার কান্না,
হারিয়ে যাওয়া আশা , অবজ্ঞা,
চক্র চলতে থাকে ।

দুঃখ আমাকে ছাড়িয়ে যায়,
ভাঙা স্বপ্নের বিস্তৃতি,
ভুলে যাওয়া আর্তনাদের পৃথিবী,
একটি ভাঙা সমাজ,
একটি ছিন্ন ভাগ্য,
যেখানে আশা তৃপ্ত নয়।

আশা নিয়ে বাঁচা,
তবু সাঁতার শিখি
ভাঙনের জোয়ার
একদিন শেষ হয়ে যাবে
নতুন কেউ দায়িত্ব নিবে ।
 

Page No 1