writerfair

পল্লী ললনা

Palli Lalna

Md. Bazlur Rashid

সুন্দরী ললনা যায় !

গ্রামের সবুজ ঘাসে

মেঠো পথে হেটে হেটে 

নিটোল পায়ে নূপুর পরে

রিনিক ঝিনিক শব্দ করে

আলতা রাঙা লাজুক পায়ে

আঁচল উড়িয়ে নীল

পবনে ।

 

কলসি কাঁখে জল আনতে

নদীর ঘাটে!

বেণী মাথায় ঘোমটা ছেড়ে

কোমর দুলিয়ে নৃত্য তালে

কলকলিয়ে কোকিল শব্দে

স্বপ্ন উড়িয়ে আপন মনে।

 

দুই নয়নে কাজল লাগিয়ে

ললাট ভরা লাল টিপে

তাকাবে সে মায়াবী চোঁখে

লজ্জা রাঙা মুখটি বেঁকে

ঠোঁটের কোণে এক চিলতে

হাসি মুখে ।

Page No 1