writerfair

কৃষ্ণ বরণ কন্যা

Krisno Boron Konna

Md. Bazlur Rashid

কৃষ্ণ বরণ কন্যা তুমি,
মেঘ বরণ কেশ
দেহখানি যেন কালো সীসার
ঝলমলে এক রেশ।

চোখ তোমার পাখির বাসা,
আমাবস্যা রাতের ছায়া।
হাসি যেন চাঁদের কিরণ,
গালে টোলের মায়া।

কণ্ঠ যেন কোকিল সুরী,
বাতাসে বাজে রেশমী চুরি।
চলন তোমার ঢেউয়ের খেলা,
সোনালি ধানের দোলা ।

ললাট যেন স্বর্ণ রেখায়
কৃষ্ণ স্নেহ মাখা,
তোমার ছোঁয়ায় মাধুরী ঝরে,
প্রেমের আলোয় আঁকা।

ঠোঁট তোমার রক্তগোলাপ,
বসন্ত রাঙা জলের ছাপ।
চাওয়ায় তোমার জোছনা ঝরে,
স্বপনে ডাকে অনুরাগ।
 

Page No 1