writerfair

নক্ষত্রের রাত

The starry night

Md. Bazlur Rashid

এক নক্ষত্রের রাতে

বসিয়া তোমার পাশে,

চন্দ্রের কিরণ লাগিয়া সারা গায়

একটুখানি আলিঙ্গনের মহড়ায় ,

উষ্ণতা ভরা দেহখানি আজ

তোমার স্পর্শ পেতে চায় ।

 

এক নক্ষত্রের রাতে

বসিয়া তোমার পাশে,

তোমার হাতে হাত রেখে

পূর্ণিমাভরা রুপালী রাতে,

কাটিয়ে দিতে পারি

অজস্র নক্ষত্র রাত্রি ।

 

এক নক্ষত্রের রাতে

মনের গহীনে অবদমিত আকাঙ্ক্ষা,

জাগ্রত হয়ে অবচেতন মনে

উত্তাল সমুদ্রের ন্যায়,

তোমার একটু স্পর্শর

আশায় পুলকিত মন,

তোমাকে কাছে পেতে চায় ।

 

এক নক্ষত্রের রাতে

পদ্মদিঘিতে তোমার ভেজা চরণে,

চাঁদনী রাতের আলোয়

তোমার পাশে বসে গল্পের,

মহড়ায় মন হারিয়ে যেতে চায়

তোমার গহীন হৃদয় গহ্বরে ।

Page No 1