Monjurul islam was born into a Muslim noble family in the village Nayapara of Sarbananda Union of Shundargonj upazila in Gaibandha District, Bangladesh. He completed his secondary from Naldanga Umeshchandra High School and higher secondary from Carmicheal College Rangpur. He has completed his Honors and Master's Degrees from Bangladesh National University.
মনজুরুল ইসলাম বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।